সিরাজগঞ্জের কৃতিসন্তান বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার তার পিতা হাজী কোরপ আলী তালুকদারের সাহেবের নামে ১৯৭০ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ৩০০ মিটার দক্ষিণে জামতৈল-বলরামপুর সংযোগ সড়কের পূর্বপার্শ্বে কামারখন্দ উপজেলা সদর প্রাণ কেন্দ্রে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পরিবেশে কলেজটি অবস্থিত। প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব মফিজ উদ্দিন তালকুদার নিজ অর্থায়নে ৪.৫৩ একর জমির উপর ৩৫০ ফুট দৈর্ঘের বিশাল দ্বিতল ভবন নির্মান করেন যা এখনো কলেজের মূল ভবন হিসেবে স্বীকৃত । প্রতিষ্ঠা কালেই কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক কোর্স চালু করা হয়। ২০০৪ সালে কলেজটিতে এইচএসসি (বি.এম) কোর্স এবং ২০১১ সালে বি.বি.এস (সম্মান) কোর্স চালু করা হয়। বর্তমানে কলেজটিতে ২৪২৮ জন ছাত্র-ছাত্রী পড়ালেখা করেছ। ১৯৯৪ সালে শিক্ষামন্ত্রনালয়ের ফ্যাসালিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক কলেজটিতে একটি দ্বিতল ভবন নির্মিত হয় এবং বর্তমানে ফ্যাসালিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক আরও একটি দ্বিতল ভবন নির্মানাধীন রয়েছে।